বনের গাছ কেটে সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণ, বন প্রহরীকে হুমকি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফাহাদুল ইসলাম পাভেল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে সেখানে হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে। বাধা দেওয়ায় তিনি বন প্রহরীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের হুমকি দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে হাতিয়ার সাগরিয়া রেঞ্জের রহমত বাজার ক্যাম্পের বন প্রহরী মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত শনিবার (১১ জানুয়ারি) অভিযুক্ত যুবদল নেতা তাকে দোকানে ডেকে হুমকি দেন।

অভিযুক্ত ফাহাদুল ইসলাম পাভেল বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অবৈধ কাজ করে যাচ্ছেন। তার কর্মকাণ্ডে বিএনপির স্থানীয় নেতারাও বিব্রত।

বন প্রহরীর অভিযোগ

অভিযুক্ত যুবদল নেতার বক্তব্য

যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাভেল অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি কোনো গাছ কাটিনি বা হোটেল নির্মাণ করিনি। বন প্রহরী যদি সরেজমিনে এসে আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, আপনারা যেকোনো ব্যবস্থা নিতে পারেন। তবে আমি চাই বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হোক।"

বন বিভাগের অবস্থান

উপকূলীয় বনবিভাগের সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ৮-৯টি গাছ উদ্ধার করা হয়েছে। আরও কিছু গাছ পাভেলের নির্মিত ঘরে ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও এলাকার সম্পদ রক্ষার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Post a Comment

0 Comments