গ্রেপ্তার চাঁন্দা ডাকাত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামের মোজাম সর্দার বাড়ির আব্দুল বাতেনের ছেলে। তিনি মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারের ভাই।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁন্দা ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এলাকায় ত্রাসের রাজত্ব
র্যাব জানায়, চাঁন্দা ডাকাত দীর্ঘদিন ধরে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, নির্যাতন ও লুটপাট করে আসছিল। স্থানীয়ভাবে ‘চাঁন্দা ডাকাত বাহিনী’ নামে একটি সন্ত্রাসী দল গড়ে তোলে সে।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে মোহাম্মদপুর ইউনিয়নে চাঁন্দা ডাকাত বাহিনী বেপরোয়াভাবে চাঁদাবাজি, খামার থেকে গরু-মহিষ ও মাছ লুট করে কোটি টাকার ক্ষতি সাধন করেছে। একই সঙ্গে মাদককারবারিদের জন্য এলাকা পরিণত হয় নিরাপদ আশ্রয়ে।
এলাকাবাসীর ভাষ্য, চাঁন্দা ডাকাত বাহিনী ছাড়াও ‘ফারুক বাহিনী’ ও ‘তোতলা বাহিনী’ নামে আরও দুটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। ফারুক বাহিনী ও চাঁন্দা বাহিনী লুটপাটে জড়িত, আর আওয়ামী লীগপন্থি নেতা তোতলা বাহিনী পরিচালনা করছে মাদক ব্যবসা। এ পরিস্থিতিতে ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
“অস্ত্রের ভয়ে কেউ বাধা দিতে পারে না”
মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন,
“চাঁন্দা ডাকাত ও ফারুক মাঝি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী ও তার ভাইদের খামার থেকে ২০টি মহিষ, ২৬টি গরু এবং প্রজেক্টের কোটি টাকার মাছ-ধান লুট করে নিয়ে গেছে। অস্ত্রের ভয় ও প্রাণ ভয়ে কেউ বাধা দিতে পারেনি।”
ভাইয়ের দাবি, “ষড়যন্ত্র করে গ্রেপ্তার”
অন্যদিকে, গ্রেপ্তারকৃত চাঁন্দা ডাকাতের ভাই ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. দিদার দাবি করেছেন,
“আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই। রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় কোনো বাহিনী নেই।”
র্যাবের বক্তব্য
র্যাব-১১ এর কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু বলেন,
“গ্রেপ্তার চাঁন্দা ডাকাতের বিরুদ্ধে চরজব্বর ও হাতিয়া থানায় হত্যা চেষ্টা ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

0 Comments