নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।
সহকারী হিসাব রক্ষক জনি আইচ অভিযোগ করে বলেন, "অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের ডাইরেক্টর পরিচয়ে আব্দুল কাদের রাহীম নামে একজন আমার কার্যালয়ে এসে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ইংরেজি ভার্সনের পাঠ্যবই দাবি করেন। আমি তাকে জানাই, ইংরেজি ভার্সনের বই আমাদের অফিস থেকে সরবরাহ করা হয় না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কেবল তালিকা ফরোয়ার্ড করে, বই বিতরণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এই কথা শোনার পর তিনি উত্তেজিত হয়ে আমার টেবিলের ল্যাপটপ বন্ধ করে দেন এবং আমার দিকে তেড়ে আসেন। তার নখের আঁচড়ে আমার হাতে চামড়া ছিঁড়ে যায়। এরপর তিনি আমাকে হুমকি দিয়ে চলে যান।"
অভিযোগের বিষয়ে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনির হোসাইন বলেন, "সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত করা হয়নি। স্কুলের ডাইরেক্টর আব্দুল কাদের রাহীমের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে মাত্র। তবে জনি আইচ প্রতি বছর বই সরবরাহ নিয়ে আমাদের হয়রানি করেন। টাকা ছাড়া কোনো কাজ হয় না।"
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী জানান, তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, "এ বিষয়ে এখনো কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।"
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে উত্তেজনা বিরাজ করছে, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
0 Comments