নোয়াখালীতে জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার ১

নোয়াখালীর কবিরহাটে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ জাল ডলার ও টাকা জব্দ করা হয়েছে। অভিযানে কবির উদ্দিন (৫১) নামে একজন প্রতারককে গ্রেপ্তার করা হয়, তবে মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) নামে আরেকজন পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, সোমবার রাতে ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে অভিযান চালিয়ে এসব জাল ডলার ও টাকা জব্দ করা হয়।


Post a Comment

0 Comments