নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত সাইফুল সাইফুল্লাহ ওরফে খালেদ (২৮) কে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার নরসিংদীর মনোহরদী থানার মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খালেদ নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চিরণভূঁইয়া গ্রামের আব্দুল কাইয়ুম লিটনের ছেলে। নিহত শাহনাজ আক্তার পিংকি (৩০) একই এলাকার কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
পরে সেসব ছবি ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করে সাত লাখ টাকা আদায় করে। একইভাবে পিংকির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা করে। পিংকি বাধা দিলে আরও টাকা দাবি করে। দাবি পূরণ না হওয়ায় গত ১৭ ডিসেম্বর সকালে চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় পিংকিকে সড়কে ছুরিকাঘাতে হত্যা করে খালেদ। একই ঘটনায় পিংকির শ্বশুর রেজাউল হক (৮০) কে কুপিয়ে গুরুতর জখম করে।
0 Comments