থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার

রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশনাী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে এসব বুলেট উদ্ধার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার দশনাী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রণখোলা ব্রিজের নিচে খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬৬টি চায়না রাইফেলের বুলেট, একটি ম্যাগাজিন এবং একটি ওয়্যারলেস ব্যাটারি উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর দুর্বৃত্তরা চাটখিল থানায় আগুন দেয়। এ ঘটনায় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়। ইতোমধ্যে বেশ কিছু লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক গণনায় ৫৬৬টি বুলেট উদ্ধার হয়েছে। পরে আরও ১০-১৫টি বুলেট উদ্ধার করা হয়। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Post a Comment

0 Comments