হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা'র নতুন নেতৃত্বে নাসিম-শাকিল


ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নোয়াখালীর হাতিয়ার শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রব নাসিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. শাকিল আল মাহমুদ।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের সদ্যবিদায়ী সভাপতি মোহাইমিনুল ইসলাম সালমান নতুন এই কমিটির ঘোষণা দেন। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিস মাহমুদ সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হক তাফহীম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া মোহাম্মদ সায়েফ উল্যাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা’র সভাপতি প্রফেসর ডা. মো. জাহেদুল আলম এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন।

বক্তারা তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে হাতিয়ার উন্নয়ন এবং ভবিষ্যৎ বাংলাদেশের গঠনমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “যখন ছাত্ররা শিক্ষকদের চেয়ে এগিয়ে যায়, সেটাই শিক্ষকদের সবচেয়ে বড় গর্ব।" তিনি গণঅভ্যুত্থানে হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদের অবদানের কথা উল্লেখ করে বলেন, “হান্নান মাসুদ দেশের ক্রান্তিলগ্নে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার মতো মেধাবী তরুণরা হাতিয়ার উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে।”

তিনি আরও বলেন, “মাসুদের মতো যারা হাতিয়া থেকে মূল ভূখণ্ডে এসে সাফল্যের স্বাক্ষর রাখছে, তারা আমাদের গর্বিত ও অনুপ্রাণিত করছে। এ মেধাবী প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করবে।”

Post a Comment

0 Comments