নোয়াখালীর কবিরহাটে খাল কাটার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে অপ্রয়োজনীয় ও জনদুর্ভোগ সৃষ্টিকারী খাল কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

উপজেলার চিরিঙ্গা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা জানান, চিরিঙ্গা খালটি সি-৩ প্রকল্পের অধীনে ইতিপূর্বে একাধিকবার সংস্কার করা হয়েছে। তবে, নোয়াখালী খালের অংশের বাঁধ সংস্কার না করায় বর্ষাকালে পানি ঢুকে বাড়ি-ঘর, ফসলি জমি এবং মৎস্য খামার ডুবে যায়।

বর্তমানে সরকারের বিএডিসি চিরিঙ্গা খালের মাথার বাঁধ না কেটে আবারো খালটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর ফলে শত শত পরিবার নতুন করে দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নোয়াখালী খালের শাখা চিরিঙ্গা খালের মাথার অংশের বাঁধ কেটে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান।

Post a Comment

0 Comments