নোয়াখালী সুবর্ণচরে বিনামুল্যে কৃষকের ৫ একর জমির ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। , Upazila Chhatra League has cut paddy of 5 acres of land of farmers in Noakhali Subarnachar for free.


নোয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশে শ্রমিকের সংকট থাকায় ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্ব-ইচ্ছায় সেবা দিচ্ছেন কৃষকদেরকে। করোনায় লকডাউন ঘোষিত নোয়াখালী, এদিকে যোগাযোগব্যবস্থা বন্ধ, কৃৃষকেরা পড়ছে বিপাকে। এই দূর্যোগ পূর্ণ মুহূর্তে নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আমির খসরু।

শুক্রবার সকাল থেকে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৬ এবং ৩নং ওয়ার্ডের কৃৃষক জাফর, কামাল, আলাউদ্দিন, আব্দুল মতিনের প্রায় ৫ একর জমির ধান কেটে দেন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আমির খসরু মাহমুদের নেতৃত্বে ধান কাটায় অংশ গ্রহণ করে, চরক্লার্ক ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাসার, চরজব্বার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু উক্ত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত, চর আমান উল্যাহ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মঞ্জু, চরজব্বার ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি আজগর উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা লোকমান হোসেন সাগর, রুমন চন্দ্র দাস, মালেক মেহেদি, নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মামুন মিয়াসহ উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ গ্রহণ করেন।

সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আমির খসরু মাহমুদ বলেন, “আমাদের প্রিয় নেত্রীা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং নোয়াখালী ৪ আসনের সংসদসদস্য একরামুল করিম চৌধুরী এমপির পরামর্শে নিরাপদ দূরত্ব বজায় রেখে সুবর্ণচরে বিনামূল্য অসহায় কৃষকের ধান কেটে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে, দেশের যে কোন দূর্যোগপূর্ণ মুহূর্তে অতীতের মত ছাত্রলীগ সর্বদা প্রস্তুত থাকবে।”
ছাত্রলীগের এমন মহৎ উদ্যোগে খুশি কৃষকেরা, তারা বলেন, “আমাদের দূর্দিনে ছাত্রলীগ পাশে দাঁড়িয়েছে বলে আমাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারছি।

Noakhali Correspondent: As there is a labor crisis in the country due to the corona virus situation, various voluntary organizations including the leaders and workers of Chhatra League are voluntarily providing services to the farmers. Noakhali declared lockdown in Corona, meanwhile communication system is closed, farmers are suffering. Amir Khasru, convener of Subarnachar Upazila Chhatra League, stood by the helpless farmers while maintaining a safe distance in the moment of disaster.

Hundreds of leaders and activists of Subarnachar Upazila Chhatra League cut paddy of about 5 acres of land belonging to farmers Jafar, Kamal, Alauddin and Abdul Matin of wards 7 and 3 of Charklark Union of Subarnachar Upazila since Friday morning.

Amir Khasru Mahmud, convener of Subarnachar Upazila Chhatra League, took part in the cutting of paddy. Uddin, Upazila Chhatra League leader Lokman Hossain Sagar, Ruman Chandra Das, Malek Mehedi, Nizam Uddin, Upazila Juba League leader Mamun Mia and more than 100 leaders and activists of Upazila Chhatra League took part in cutting paddy.

Amir Khasru Mahmud, convener of Subarnachar Upazila Chhatra League, said, “Under the direction of our beloved leader Sheikh Hasina and on the advice of Noakhali 4 MP Ekramul Karim Chowdhury MP, we decided to cut the paddy of helpless farmers in Subarnachar free of cost. Any catastrophic moment in the country will continue Te students as in the past will be always ready. "

The farmers are happy with the great initiative of Chhatra League, they said, “Because Chhatra League has stood by us in our difficult times, we are able to reap the harvest of our hardships.

Post a Comment

0 Comments