নোয়াখালী প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে আগামী ৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার।
এতে গরিব, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে শুক্রুবার ২৪ এপ্রিল নোয়াখালী জেলা পু্লিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশ নোয়াখালী -লক্ষীপুরের সিমান্তবর্তী হাতিয়ায় মোরশেদ বাজার হরণী ইউনিয়ন পরিষদে নদীপাড়ের শতাধিক পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, আলু, ডাল, লবন, তৈল, সাবানের প্যাকেট অসহায় পরিবারের হাতে তুলে দেন হাতিয়া থানার মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন মাইনউদ্দিন বাজার ফাড়ি ইনচার্জ মোঃ রমজান আলী, হরণী ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার মাওলানা আবু সাইদ ও ফাড়ির পু্লিশ সদস্যরা ।
নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় নদীপাড়ের সিমান্তবর্তী অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের কাছে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ইতিমধ্য অসহায় বেদে, হিজরা,প্রতিবন্ধী, প্রবাসী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার।
Noakhali Representative:
As part of the precautionary measures against the global corona virus epidemic, the government has announced the closure of all government and non-government offices, courts, privately owned institutions and public transport from March 26 to April 5.
As a result, poor, day laborers and low-income working people become unemployed and are not able to provide for their families. In order to help such people, Noakhali District Superintendent of Police Alamgir Hossain on Friday, April 24 handed over rice, potatoes, pulses, salt, oil and soap packets to hundreds of families at the river bank at Matihed Bazar Harani Union Parishad in Hatia on the Noakhali-Laksipur border. Officer-in-charge of Morshed Bazar Investigation Center Abdul Hali .
Md. Ramzan Ali, in-charge of Mainuddin Bazar Fari, Maulana Abu Saeed, local UP member of Harani Union and police members of Fari were present at the time.
Noakhali Superintendent of Police Alamgir Hossain said, "We have distributed food items on behalf of the district police to the helpless underprivileged families along the river bank as their income has stopped due to the corona virus." Food items have already been distributed among helpless Vedas, Hijras, disabled and expatriate families. The activities of the district police will continue, said the Superintendent of Police.
0 Comments