নোয়াখালীতে বজ্রপাতে দশম শ্রেণির স্কুল ছাত্র নিহত, আহত ১ ,, 10th class school student killed, 1 injured in lightning strike in Noakhali


নোয়াখালী প্রতিনিধিঃ  
নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুরে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই জিসান নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পূর্ব শরীফপুর গ্রামের আবদুল অহিদ জিসান (২০), মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়। সে ওই এলাকার আবদুল ওহাব’র ছেলে এবং স্থানীয় নলপুর জুনিয়র হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে, সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আরমান হোসেন ওরফে সাইফুল (১৫) বসত ঘরের উঠানে বজ্রপাতের শিকার হয়ে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে ঐ এলাকার ছানা উল্ল্যা’র ছেলে।

Noakhali Representative:
A schoolboy named Jisan died on the spot after being struck by lightning at Binodpur in Noakhali's Sadar upazila.

Abdul Ahid Jisan, 20, of Purba Sharifpur village in Binodpur union of Sadar upazila, was struck by lightning while fetching cows from the field. He was the son of Abdul Wahab of the area and a class X student of the local Nalpur Junior High School.

Binodpur Union Parishad Chairman Tofazzal Hossain Babul confirmed the incident over phone.

On the other hand, Arman Hossain alias Saiful (15), a resident of Ward 6 of Mohammadpur Union of Subarnachar Upazila, was critically injured in a lightning strike in his backyard and is undergoing treatment at Noakhali General Hospital. He is the son of Chana Ullah of the area.

Post a Comment

0 Comments