আইন-শৃঙ্খলা উন্নয়ন, বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত





নোয়াখালী প্রতিনিধি:** আইন-শৃঙ্খলা উন্নয়ন, চাঁদাবাজি ও সীমান্ত হত্যা বন্ধ এবং রাষ্ট্রের শাসন কাঠামো সংস্কারের দাবিতে নোয়াখালী জেলা সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উদ্যোগে আজ শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেএসডি’র জেলা শাখার "দাবি দিবস" উপলক্ষে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল গেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।


নোয়াখালী জেলা জেএসডি সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মজিবুর রহমান রুবেল, সদস্য আব্দুল মান্নান, মুস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।





Post a Comment

0 Comments