নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯টি ওয়াডে হতদরিদ্র লোকজনের মাঝে বাংলাদেশ নৌ বাহিনীর নিজস্ব উদ্যোগে দিনব্যাপী ত্রাণ বিতরণ করাহয় ।
এসময় বাংলাদেশ নৌ বাহিনীর লোকজন রাস্তায় গাড়ি রেখে এক কিলোমিটার পথ হেটে নিজের কাঁধে করে ত্রাণ নিয়ে গ্রামের হতদরিদ্র লোকজনের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ কামরুল ইসলাম, লেফটেন্যান্ট মোঃ রাশেদ উদ্দিন, তমরদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফররুখ আহমদ সহ স্থানীয় মেম্বারগণ।
পরে বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ কামরুল ইসলাম বলেন, আপনারা সবাই যদি সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাচল করেন এবং প্রতিটি মানুষ মুখে মাক্স ব্যবহার করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে চলাফেরা করেন,তাহলে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কারণ একজন মানুষের মুখ, নাক, হাত এসব অঙ্গ থেকে আরেক জনকে করোনা ভাইরাস আক্রমণ করতে পারে। তাই আমরা সকলে সর্তকতার সাথে চলাফেরা করতে হবে। আমরা অযথা রাস্তায় বা বাজারে আড্ডা না দিয়ে নিরাপদ ভাবে নিজের ঘরে থাকি। নিজে বাঁচি অন্যকে বাঁচতে সহায়তা করি।
Noakhali Correspondent: Bangladesh Navy is distributing relief to the extremely poor people in 9 wards of Tamarddi Union of Hatia Upazila, an isolated island of Noakhali district.
At this time, the people of Bangladesh Navy are leaving their vehicles on the road, walking one kilometer and carrying relief on their shoulders to the houses of the poorest people of the village.
Lieutenant Commander of Bangladesh Navy Md. Kamrul Islam, Lieutenant Md. Rashed Uddin, Chairman of Tamarddi Union Parishad Md. Farrukh Ahmed and other local members were present during the relief distribution.
Later, Lieutenant Commander of Bangladesh Navy Md. Kamrul Islam said, "If all of you walk the streets keeping social distance and every person uses face mask, walks in a clean and tidy manner, then it is possible to be protected from Corona virus." Because a person's mouth, nose, hands can infect another person with the corona virus. So we all have to move with caution. We stay at home safely without having to hang out on the street or in the market. I live by myself and help others to live.
0 Comments