নোয়াখালীর বেগমগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর জবরদখল। দীর্ঘ এক বৎসর পর তালা খুলে বিধবা মহিলাকে ঘর বুঝিয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। Prime Minister's asylum project house in Begamganj in Noakhali occupied. After one year, the executive magistrate opened the house to the widow.


নোয়াখালী প্রতিনিধি- 
নোয়াখালী বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী প্রকল্প-২ ' যার জমি আছে ঘর নাই, তার জমিতে ঘর নির্মাণ ' এ প্রকল্পের আওতায় এক বিধবা মহিলাকে দেয়া ঘর জবরদখল করে বিধবা মহিলাকে ঘর থেকে বের করে দেয়া হয়।

দীর্ঘ এক বৎসর বিধবা মহিলা গ্রামের বিভিন্নভাবে ধর্না দিয়েও কুলকিনারা পাননি। অবশেষে মহিলার অবেদনের প্রক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার কামাল নেত্বতে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিতিতে ঘটনার সত্যতা খুজে পান।

পরবর্তীতে বিধবা মহিলা আরবতিকে বন্ধ ঘরের তালা খু্লে ঘর বুঝিয়ে দেন। 

Noakhali Representative - 
In Kadirpur union of Noakhali Begamganj, the widow was forced out of the house by forcibly seizing a house given to a widow under the Prime Minister's Project-2, which has no land, no house was built. For a year, the widow did not get the kulkina even with different kinds of rituals. Finally, on the eve of the petition of the woman, the Executive Magistrate Sarwar.


Post a Comment

0 Comments