নোয়াখালীর বেগমগঞ্জে ২টি প্লাস্টিক কারখানায় অভিযান, ৪লাখ ১০ হাজার টাকা জরিমানা ,Operation at two plastic factories in Bogameganj in Noakhali


নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী ও সেতুভাঙ্গায় পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বিক্রয়ের বিরুদ্ধে ২টি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে উপজেলার চৌমুহনী বাজার ও সেতু ভাঙ্গা এলাকায় পৃথক পৃথক ভাবে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. আবু সালেহ। এ সময় আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ।


অভিযান শুরুতেই চৌমুহনী আশ্রম গেইটের রিপন প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা, সেতুভাঙ্গা বাজারে বন্ধু ফুড প্রোডাক্টস চানাচুর কারখানা কে ৮০ হাজার টাকা, সেতু ভাঙ্গা এলাকার সেতু ফিস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও আলাউদ্দিনের পলিথিন কারখানাকে ৮০ হাজার টাকাসহ মোট ৪লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রিপন প্লাস্টিক কারখানা ও আলাউদ্দিনের প্লাস্টিক কারখানা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে আদালত ব্যবসায়ীদের কাছ থেকে ৪লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া জেলা সদরের নোয়ান্না ইউনিয়নের দূর্গানগরে গ্রামে অভিযান চালিয়ে অনুমোদনহীন বিপুল পরিমান গর্ববতী মায়েদের খাদ্যর প্যাকেট ও খাদ্য তৈরি যন্ত্রপাতি উদ্বার করে এবং ভোক্তা অধিকার আইনে ১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।


A mobile court has conducted a campaign in two plastic factories in Chowmuhani and Satubhanga in Noakhali to produce polythene bags, bopin and bakriye.

The rally took place at around 12 noon on Saturday at 2 pm in the Chaumuhani Bazar and Satu Vanga areas of the upazila. Abu Saleh. During the court proceedings, Rokonuzzaman Khan was found at Norbahi Magistrate.


At the start of the expedition, the Rupin Plastic factory at Chaumuhani Ashram Guitar, Tk. 3,000 to the Friends Food Products Chanachur factory at Satuvanga Bazar, Rs. At this time, the mobile court recovered a large quantity of pothini from the Ropin plastic factory and Alauddin's plastic factory.

At this time, the court collected a fine of Tk 1 lakh and 3,000 from the businessmen on the charge of polythene wages and bakiri. Apart from this, Bapul Parman, who was raiding the village of Duduganagar in Noona Unani, in Jaloo Sadar, had uncovered food packets and medical equipment in the mothers of the unauthorized mother and arrested four persons under the Consumer Rights Act.