নোয়াখালীতে ফেইসবুক, ইমোতে ২ কলেজ ছাত্রীর যৌনতার ফাঁদ, গ্রেফতার ৩, Two college students trapped in Noakhali on Facebook, arrested - 3



নোয়াখালী প্রতিনিধি : 
অনলাইনে নোয়াখালী সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ২ কলেজ ছাত্রীর যৌনতার ফাঁদে পড়ে নোয়াখালীর বিভিন্ন উপজেলার অনেক মধ্যপাচ্য প্রবাসী সর্বস্বান্ত হয়েছে।
এমন একাধিক অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলা সিআইডি পুলিশ ২ কলেজ ছাত্রীসহ তাদের সহযোগি বিকাশ এজেন্টের এক দোকানদারকে প্রথমে আটক করে।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী সাইফুল ইসলাম’র অভিযোগের ভিত্তিতে জেলা সিআইড পুলিশ কার্যালয়ে অভিযুক্ত ২ কলেজ ছাত্রীকে জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা পেয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।
পরে ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুধারাম থানায় মামলা দায়ের করেন।  
গ্রেফতারকৃতরা হচ্ছে, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খাঁনপুর গ্রামের জিল্লুর রহমান’র মেয়ে মারজাহান আক্তার (১৯), সেনবাগ উপজেলার কেশার পাড় ইউনিয়নের লেদুয়া গ্রামের গোলাম মাওলার মেয়ে শাহজাদী মজুমদার (২০), নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের হোসেন আহমদ’র ছেলে বিকাশ এজেন্ট দোকানদার মোশারফ হোসেন মনু।
অভিযুক্তদের আটকের পর তাদের ব্যবহৃত বিকাশ একাউন্টে বিপুল পরিমাণ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায়।  
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী সাইফুল ইসলামকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুপের জালে পেলে কয়েক দফায় সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় এই দুই রুপসী। এছাড়াও কোম্পানীগঞ্জের মধ্যপাচ্য প্রবাসী তানভির হোসেন, মোস্তফা চৌধুরী নামে দুই প্রবাসী যুবকের থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় এ নারী চক্র। এ ছাড়াও কোম্পানীগঞ্জের বেশ কয়েকজন যুবক এদের জালে ফেঁসেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করে।
 নোয়াাখালী জেলা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ রয়েছে নোয়াখালীতে একাধিক সক্রিয় নারী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক,ইমো, হোয়াটসআপ, মাস্যেঞ্জারে ইউরোপ প্রবাসীর কন্যা সেজে মধ্যপাচ্য প্রবাসী যুবকদের বিয়ে করে ইউরোপে নেওয়ার প্রলোভনে পেলে প্রতারণা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। আবার প্রথমে বন্ধুত্বের সম্পর্ক পাতিয়ে  ফেইসবুক,ইমো,হোয়াটসআপ, মাস্যেঞ্জারে সেক্স করে তা কৌশলে ধারন করে নেয় পরে এসব ছবি, ভিডিও অনলাইনে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাক মেইল করে হুমকি ধামকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
এ ছাড়াও গরীব অসহায় লোককে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের কথা বলে মানবিক আবেদন দেখিয়ে, অসুস্থ রোগীদের বানোয়াট ছবি দেখিয়ে সাহায্যের নামে অর্থ হাতিয়ে নেয়। এ জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুলো আইডি ব্যবহার করে। টাকা হাতিয়ে নেওয়ার পর তারা আইডি গুলো পুরোপুরি নষ্ট করে দেয়।
বাহরান প্রবাসী কবির হোসেন প্রবাস থেকে ফোনে গণমাধ্যম কর্মিদের জানায়, গরীব অসুস্থ লোককে সাহায্যের কথা বলে তার কাছ থেকে ৮হাজার টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি ইমুতে তাকে ব্ল্যাক মেইল করে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে।  


Noakhali Representatives: Many middle-class migrants from different upazilas of Noakhali have passed away online after being caught in the trap of sexually abusing Class XII students of Noakhali Government Women College.
On a number of such allegations, Noakhali district CID police arrested a shopkeeper of their associate development agent along with two college students.
On Saturday (December 7), around 2:30 pm, two college students arrested at the District CID police office were arrested on suspicion of allegations by Saiful Islam, a Kuwaiti resident of Companyiganj Upazila.
Later, the victim Saiful Islam filed a case with the Sudharam police station against the accused for allegedly taking money through sections 8 and 122.
Those arrested are Marjahan Akhter, 8, daughter of Zillur Rahman of Khanpur village of Begamganj upazila, and Shahjadi Majumdar, 23, son of Noor of Jhumur village, Noor of Jhumur village of Nolakh village of Golam Mawla of Kedar par union of Senbagh upazila. Musharraf Hossain Manu.
After the arrest of the accused, there was evidence of huge money transactions in their used Vikas account.
It is learned that Kuwait resident Saiful Islam of Companyiganj Upazila received two rupees in cash after receiving a silver net through social media. In addition, Tanvir Hossain, a Midwestern expatriate of Companyganj, took away several lakhs of money from two expatriate youths named Mostafa Chowdhury. In addition, several sources in the company said that several youths were trapped in the net.
 Noakhali district CID police sub-inspector Shah Alam confirmed the allegation, saying there were allegations of multiple activist women activists in Noakhali marrying middle-aged migrant youths in Europe on social media, Facebook, emo, whatsapp and messenger, in Europe. Takes money First, the friendship relationship first took control of sex on Facebook, emo, whatsapp, messenger and then blackmail threatened to leak these pictures, videos online and threatened to take huge sums of money.
In addition, the poor help the poor people to get sick in various complex diseases including cancer by showing human appeal, by making fake pictures of the sick patients. For this, they use a lot of IDs through social media. After taking the money, they completely destroyed the IDs.
Bahrain expat Kabir Hossain told media workers over the phone that he took away Tk 5,000 from him, saying he would help poor people. Recently Emu blackmailed him and demanded a large sum of money to him.