নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর গ্রাম পুলিশ সদস্য বেল্লাল হোসেন এর উপর হামলা ও আসামীদের গ্রেফতারের দাবীতে বেগমগঞ্জ মডেল থানা ও উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
আহত গ্রাম পুলিশ সদস্য বেল্লাল হোসেন বলেন, তার এসএসসি পরীক্ষার্থী ছেলে নূর নবী কে কিশোর গ্যাং তাদের দলে যোগ দেয়ার জন্য শপথ নেয়ার আহ্বান করে। এতে তিনি বাবা হয়ে প্রতিবাদ করলে ২৩ নভেম্বর ইউপি হোল্ডিং ট্যাক্স আদায়কালে কিশোর গ্যাং এর সদস্য সাইফুল ইসলাম, রুবেল, মোমিন উল্যা, আনোয়ার হোসেন, শামীম হোসেনসহ আট জন মারধর করে অস্ত্রের মুখে ট্রাক্সের টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় বেলাল হোসেন বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে ২৮ নভেম্বর মামলা দাযের করে। এবং এর প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
Noakhali Representative:
Village police members of Begamganj Model Police Station and Upazila Parishad have staged a rally at the Begumganj Upazila of Noakhali and demanded the arrest of the village police member Bellal Hossain of ward no 2 ward.
Injured village policeman Bellal Hossain said his SSC ex-boy Nur Nabi had been called by the Kishore gang to take oath to join their gang. He protested on behalf of his father that while collecting tax on UP November 28, members of Kishore gang, Saiful Islam, Rubel, Momin Ula, Anwar Hossain, Shamim Hossain, stole trucks money in the face of the weapons.
Belal Hossain filed a case with Begumganj Model Police Station on November 27, naming the names of the five persons. And its protest program was observed.