নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ তিনজন নিহত, আহত পাঁচ,Three killed, five injured in separate road accidents in Noakhali



নোয়াখালী প্রতিনিধি: 
পৃথক সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে ছাত্রদল নেতাসহ তিনজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। মঙ্গলবার সুবর্ণচরের তোতার বাজারে এবং বেগমগঞ্জের কাদিরপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ২নং চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাসেল (৩০) ও হাতিয়া উপজেলার তরমদ্দি ইউনিয়নের জোড়াখালী গ্রামের করাতকল শ্রমিক মো. নোমান (৩৬)। 

স্থানীয়রা জানান, বিদ্যুতের খুঁটি নিয়ে জেলা শহর মাইজদী থেকে একটি কাভার্ডভ্যান সুবর্ণচরের ভূঞারহাটের দিকে যাচিছল। পথে তোতার বাজারের দক্ষিণে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে ভূঞারহাট থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশা থেকে চারজনকে বের করে। এর মধ্যে দুইজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। অটোরিকশার চালকসহ অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হয়।

অপর দিকে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট-পাকমুন্সিরহাট সড়কে গয়েছপুর এলাকায় বালি বোঁঝায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। 

চরজব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন ও বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেন। 



Noakhali Representative:
Three people were killed in separate road accidents in Noakhali. At least five people were injured in these incidents. The accident took place at Subarchar parrot market on Tuesday and at Kadirpur in Begumganj.
The deceased are, the president of the Charbata Union Chhatra Dal No. 2. Russell (1) and a sawmill worker in Jodkhali village of Taramdadi union of Hatia upazila Noman (1).

Locals said a cavalcade from the district town of Maizadi with electric poles was headed to Bhunarhat of Subarnachar. On the way south, the CNP-run autorickshaw, which was left from Bhuharhat, faces Sonapur-chairman Ghat road, south of Totar Bazar. The CNG-driven autorickshaw was blown up. The locals later evacuated four people from the autorickshaw. Two of them were taken to Subarnchar Upazila Health Complex and doctors declared them dead. Two others, including the driver of the autorickshaw, were sent to Noakhali General Hospital for advanced treatment.

On the other hand, a pickup and a motorcycle collided head-on with a sand dune in Goespur area on the Hat-Pakmunsirhat road of Kadirpur union of Begamganj upazila. Two more were injured. They have been taken to Dhaka for better treatment.

Officer-in-Charge of the police station. Shahid Uddin and Begumganj Police Station Officer-in-Charge Harun Aur Rashid confirmed that three people were killed in separate road accidents.