নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদরে এক বছর আগে মেয়াদ শেষ হওয়া প্রসাধনসামগ্রী দিয়ে রূপচর্চা করানোর অপরাধে ৩ পার্লার কর্মীকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় রোজ বিউটি পার্লারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, পার্লারের মালিক নাসিমা আক্তার, পার্লার কর্মী সিমু , সূচি।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগীতা করেন সুধারাম থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১মাসের কারাদ- ও ৩০ হজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক প্রবাসী স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আজ সন্ধ্যায় এক প্রবাসীর স্ত্রী একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য সদরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রোজ বিউটি পার্লারে সাজতে গেলে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে তার রুপ চর্চা করা হয়। ওই সময় গৃহবধূ জানায় তার মুখ প্রচন্ড ঝলছে। তখন পার্লার কর্মীরা জানায় এটা তেমন কিছু না। পরে মেকআপ তুলে ফেললে দেখা যায় তার মুখ আগুনো পোড়ার মত ঝলসে যায়।
অভিযানের পাশাপাশি ক্রেতা ও গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।
Noakhali Representative:
A mobile court has sentenced a parlor worker to life in prison for a sexual encounter with expired cosmetics a year ago. During this time, a fine of Rs 30,000 was imposed on Rose Beauty Parlor. The recipients of the sentence are Nasima Akhter, owner of the parlor, Simu, a parlor worker.
District Magistrate Executive Magistrate. Roknuzzaman Khan headed the court. Sudharam police station assisted the court. Later, through a mobile court, each was sentenced to six months imprisonment and a fine of Tk 30,000. Expired and unauthorized goods were seized at that time.
According to a traveling court source, the operation was carried out on the basis of a complaint by an immigrant wife. This evening, an expat's wife used decorative cosmetics when she decorated the Rose Beauty Parlor adjacent to Sadar's new bus stand to attend the yellow ceremony. At that time the housewife said her face was shaking. Parlor staff then said it was nothing. Later, when the makeup was removed, it looked like his face was burning like fire.
In addition to the campaign, campaigners have advised consumers and consumers to be aware.
6