কোম্পানীগঞ্জে দাঈম সমাজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

"এসো মাদক মুক্ত সমাজ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে দাঈম সমাজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর মুছাপুর গ্রামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. শেখ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিকদার।

সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী আলী আহমদ মাসুদ ও আরিয়ান শিপন।

টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬টি দল। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সিরাজপুর স্পোর্টিং ক্লাব এবং দিনার দোকান স্পোর্টিং ক্লাব।

Post a Comment

0 Comments