নোয়াখালীতে যুবদল মিছিলে নেতার মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় যুবদলের কর্মী সমাবেশে মিছিলে অংশগ্রহণের সময় স্লোগান দিতে দিতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা মো. ওমর ফারুক (৩৫)। তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর পর সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান যুবদল নেতা ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Post a Comment

0 Comments