নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মো. হালিম (৪০) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আবির পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হালিম আমিশা পাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব প্রার্থী এবং দক্ষিণ আবির পাড়ার মজিবুল হকের ছেলে।
পরে স্থানীয়দের পরামর্শে হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা বাড়ে। রোববার রাতে শান্ত গ্রুপের লোকজন ফিরোজকে মারধর করে। এর জের ধরে সোমবার দুপুরে শান্ত গ্রুপ ফিরোজের বাড়িতে হামলা চালায়।
অভিযুক্ত ফিরোজ, মামুন, মাসুদ, ও সাগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।
0 Comments