টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে বিতর্কে সাত শিক্ষার্থীকে মারধরের অভিযোগ


নোয়াখালীর কবিরহাটে টেস্ট পরীক্ষার ফলাফলের জেরে সাত এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোম্পানীরহাট বাজারে এই ঘটনা ঘটে।

হামলার শিকার শিক্ষার্থীরা হলেন সালমান হোসেন (১৬), আব্দুল লতিফ অন্তর (১৭), ইমদাদুল হক মাহীম (১৬), আব্দুর রহীম (১৭), নাজমুল হক (১৭), রিয়াজ উদ্দিন সাইম (১৭) ও মো. রিয়াজ (১৬)। তারা সবাই স্থানীয় আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

শিক্ষার্থী সালমান হোসেন জানান, "আমরা সাতজন টেস্ট পরীক্ষায় ফেল করি। এ কারণে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি নিতে সোমবার বিদ্যালয়ে যাই। বিদ্যালয় সংলগ্ন বাজারে অপেক্ষার সময় ছাত্রদল নেতা হারুন হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি ও সাবেক ইউপি সদস্য শাহজাহান বাজারে আমাদের দৌড়াতে দৌড়াতে পেটান। আতঙ্কে আমরা বাজার কমিটির সভাপতির দোকানে আশ্রয় নিই, কিন্তু সেখানেও তিনি আমাদের মারধর করেন।"

কোম্পানীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নুরুল হুদা জানান, "ছাত্রদল নেতা হারুন লাঠি, হকিস্টিক ও কিরিচ নিয়ে বাজারে অবস্থান নেন এবং কয়েকজন শিক্ষার্থীকে চড়-থাপ্পড় দেন। পরে আরও হামলা চালান।"

এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

Post a Comment

0 Comments