মাদরাসা অধ্যক্ষকে মারধরের অভিযোগ, অভিযুক্ত বহিষ্কৃত বিএনপি নেতা


নোয়াখালীর হাতিয়ার রহমানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম জিয়াউল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ও বিএনপির বহিষ্কৃত নেতা কাজী আবদুর রহিমের বিরুদ্ধে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে মাদরাসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলার শিকার অধ্যক্ষ এ ঘটনায় হাতিয়া থানা ও নৌকন্টিনজেন্ট কমান্ডারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, তিন মাসের চিকিৎসা ছুটি শেষে অধ্যক্ষ জিয়াউল ইসলাম রোববার সকালে মাদরাসায় ফেরেন। তাকে দেখে সহকারী অধ্যাপক কাজী আবদুর রহিম প্রধান ফটক বন্ধ করে অশালীন ভাষায় গালমন্দ শুরু করেন। পরে, অধ্যক্ষ নিচে নামতে গেলে কাজী রহিম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি, কিল-ঘুষি মারতে থাকেন। অন্য শিক্ষকরা ঘটনার প্রতিবাদ করতে সাহস পাননি।

জানা যায়, দীর্ঘদিন ধরে কাজী রহিম ও একটি চক্র অধ্যক্ষের পদত্যাগের জন্য ষড়যন্ত্র করে আসছিল। মাদরাসার ছোট ছাত্রদের উসকানি দিয়ে পদত্যাগের দাবিতে মিছিলও আয়োজন করেন তিনি। ধারণা করা হচ্ছে, কাজী রহিম নিজে অধ্যক্ষ হওয়ার আশায় এসব করছেন।

অন্যদিকে, অধ্যক্ষ এএইচএম জিয়াউল ইসলাম বলেন, “আমি কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নই। আমাকে উদ্দেশ্যমূলকভাবে হেনস্তা করা হচ্ছে। হামলার সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্তের পর প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Post a Comment

0 Comments