নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটে সেতুমন্ত্রীর পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী পেল ৪ হাজার পরিবার , In Noakhali's Kompaniganj and Kabirhat, 4,000 families received Iftar and food items from the bridge minister.


নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার দরিদ্র ৪ হাজার পরিবারের মাঝে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ উপজেলার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন, নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্য ও ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, বসুরহাট পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, কাউন্সিলর সাইফুর রহমান সোহাগ, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান প্রমূখ।
Noakhali Representative: Iftar and food items have been distributed among 4,000 poor families of Companiganj and Kabirhat upazilas of Noakhali by the General Secretary of Bangladesh Awami League, Road Transport and Bridges Minister Obaidul Quader. Abdul Quader Mirza, vice-president of Noakhali district Awami League and mayor of Basurhat municipality, inaugurated the distribution of Iftar and food items at the premises of Basurhat municipality on Saturday (April 25) at 12 noon. The food and iftar items were handed over in the presence of local people's representatives and top leaders in 1 municipality and 6 unions of the upazila. Also present on the occasion were ABM Siddique, Acting President of Basurhat Municipality Awami League, Abul Khair, General Secretary of Basurhat Municipality Awami League, Saifur Rahman Sohag, Councilor, Lutfur Rahman Mintu, President of Basurhat Municipality Juba League, Samshuuddin Noman, General Secretary.

Post a Comment

0 Comments