নোয়াখালীতে চাটখিলে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ভাশুর পলাতক

নোয়াখালীতে চাটখিলে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ভাশুর পলাতক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে মরিয়মী বেগম (৩৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাশুর (স্বামীর বড় ভাই) শাহজাহান সাজুর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পরিবারসহ পলাতক রয়েছে সাজু।


সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ৩নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। নিহত মরিয়মী বেগম উত্তর রামনারায়ণপুর গ্রামের আলী আকবর খলিপার বাড়ীর প্রবাসী ফেয়ার হোসেনের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সোমবার বিকেল ৪টার দিকে মরিয়মীর সাথে তার ভাশুর শাহজাহান সাজুর বাকবির্তক হয়। এর এক পর্যায়ে সাজু ক্ষিপ্ত হয়ে একটি দা নিয়ে মরিয়মীর দিকে ছুঁটে যায় এবং তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মরিয়মী অচেতন হয়ে মাটিতে লুটে পড়লে পালিয়ে যায় সাজু। পরে বাড়ীর লোকজন মমূর্ষ অবস্থায় মরিয়মীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ৮টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মো. আব্দুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরিয়মী বেগম নামের ওই নারীর শরীরে ধারালো কিছু দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়েছে।


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Expatriate's wife hacked to death in Chatkhil in Noakhali, brother-in-law escapes


Noakhali Representative:
A housewife named Maryam Begum (34) has been hacked to death in Ramnarayanpur Union of Chatkhil Upazila of Noakhali by her brother-in-law (husband's elder brother) Shahjahan Saju. Saju has been on the run with his family since the incident.

He died at Noakhali General Hospital's Surgery Ward 3 around 8pm on Monday. The deceased was identified as Maryam Begum, wife of Fair Hossain, an expatriate of Ali Akbar Khalipa's house in Uttar Ramnarayanpur village.

According to local sources, her brother-in-law Shahjahan Saju had an argument with Maryam around 4 pm on Monday over family matters. At one point, Saju gets angry and runs towards Maryam with a photo and starts beating her at random. At one stage, when Mary fell unconscious and fell to the ground, Saju ran away. Later, the family members rescued Maryam in a critical condition and admitted her to Noakhali General Hospital. He died at the hospital around 8 pm.

Noakhali General Hospital Residential Medical Officer (RMO) Syed Mohammad. Abdul Azim confirmed the matter and said that the body of the woman named Maryam Begum was accidentally stabbed with something sharp. He died of excessive bleeding.

Chatkhil Police Officer-in-Charge (OC) Anwarul Islam confirmed the matter and said he was going to the spot with the police after hearing the matter. Necessary action will be taken in the event.

Post a Comment

0 Comments