নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা, Reception of Retired Police Freedom Fighters and Heirs of Noakhali


নোয়াখালী প্রতিনিধি: 
নোয়াখালী জেলা পুলিশ এর আয়োজনে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এর সভাপতিত্বে পুলিশ লাইন্স এর শহীদ কনস্টেবল ময়নুল হক হলে  এ সংবর্ধনা প্রদান করা হয়। 
অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে নোয়াখালীর সন্তান হিসেবে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্য হিসেবে অবদান রাখা ৮৬ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম।

Noakhali Representative:
Noakhali District Police organized a reception for the retired police freedom fighters and heirs. District Police Superintendent Alamgir Hossain chaired the constable Moin Nul Haque.
On this occasion, the crest and honor were conferred on four freedom fighters and their successors who contributed as policemen in various parts of the country as children of Noakhali during the War of Independence.
Deputy Commissioner Tanmay Das, Additional Superintendent of Police, Deepak Jyoti Kisa, Additional Superintendent of Police Begumganj Circle Shahjahan Sheikh, Additional Superintendent of Police Sadar Circle Abdur Rahim were present.