নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, Celebrate the Great Victory Day in Noakhali with due dignity


নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি, মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, আলোচনা সভা ও খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা শহরের বিজয় মঞ্চ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক তন্ময় দাস ও পুলিশ সুপার আলমগীর হোসেন। 

পরে, মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালী ইউনিট, জেলা আওয়ামী লীগ, নোয়াখালী প্রেসক্লাব, নোয়াখালী পৌরসভা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, স্বাচিপ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সদর উপজেলা প্রশাসন, জেলা আইনজীবি সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানিয়েছন।

সকালে জেলা শহরের প্রধান সড়কে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালি বের করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।

সকাল ৯টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইড, স্কুল-কলেজ ও মাদ্রাসা  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তন্ময় দাস আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন, সালাম ও অভিবাদন গ্রহন করেন। 

বিকাল ৩ টায় জেলা প্রশাসন আয়োজিত নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন, বিভিন্ন দল ও দলের অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।

এদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে ৪৯তম মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্যেগে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট, বিভিন্ন বিভাগ ও সংগঠনসমূহ ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠানমালা ও ভোজের আয়োজন করে। 

সকাল ৯.০০টায় নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে, উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলমের নেতৃত্বে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও মূলফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ স্ব স্ব সংগঠন ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

পরে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, নোবিপ্রবি’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. গাজী মো. মহসীন, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আফসানা মৌসুমি, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরি, কর্মচারীদের পক্ষে মোঃ সোহরাব হোসেন, শিক্ষার্থীদের পক্ষে নজরুল ইসলাম নায়েম। এসময় অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউট ও দপ্তরসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক সমিতি ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ১৯৪৭ সাল থেকে ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীন একটি ভূখন্ডের স্বপ্ন দেখা। এরপর ৬৯ এর গণঅভূত্থান, ৭০ এর নির্বাচন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম। আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান বিজয় দিবসের এদিনে জাতির পিতাসহ পঁচাত্তরে শহিদ হওয়া তার পরিবারের সদস্যদের কৃতজ্ঞচিত্রে স্মরণ করি। মহান বিজয় দিবস সাফল্যম-িত হোক। 

তিনি আরো বলেন, অনেক ত্যাগ আর বিসর্জনের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে। এটি অটুট রাখতে হলে যার যার অবস্থান থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ হবে। তার কন্যা দেশরতœ শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে সকলকে সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, বিজয় দিবসকে আনন্দমুখর করে তুলতে আজ ১৬ই ডিসেম্বর দুপুরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এছাড়াও মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপি কর্মসূচি পালন করা হয়। ১৩ ডিসেম্বর রাত ১১.৫০ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে কালো ব্যাজ ধারণ করে নিষ্প্রদীপ মহড়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর ২০১৯) নোবিপ্রবির শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর ২০১৯) নোবিপ্রবি’র প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, প্রধান ফটক ও  একাডেমিক ভবনে  আলোকসজ্জা করা হয়।

Noakhali Representative:
With the sunrise in Noakhali, the national flag was lifted, 31 times artillery, floral offerings to freedom fighters memorial, marches and body exhibitions, discussion meetings and sports, painting competitions, heroic freedom fighters and heroes celebrated with the honor of the martyred family. Day.

After the national flag was lifted in the morning, the district's Vijay Mancha paid floral tributes to the adjoining freedom fighter, Deputy Commissioner Tanmay Das and Superintendent of Police Alamgir Hossain.

Later, the freedom fighters of parliament, Noakhali unit, district Awami League, noakhali press club, noakhali municipality, freedom fighters command, Swachip, LGED, public health engineering directorate, education engineering department, sadar upazila society, district political association, district political association, district council, social organization People paid full tribute.

In the morning, the Vijay Mela Parishad organized a rally rally on the main road of the district.

The formal march and body exercises of various educational institutions including hero freedom fighters, police, Ansar, BNCC, scouts, girl's guides, school-colleges and madrasas were held at Noakhali Shaheed Vulu Stadium at 9am.
Deputy Commissioner Tanmay Das inspected the formal march, received the salute and greeted.

A reception was held at the Noakhali District Shilpakala Academy Auditorium auditorium of Bir freedom fighters, Biranganas and martyrs of freedom fighters at the Noakhali District Industrial Academy Auditorium at 9 pm.
In addition to the upazila administration, various parties and party organizations, educational institutions and sociocultural organizations presented flowers in different upazilas of the district.

Meanwhile, the 7th Victory Day Day was celebrated at Noakhali University of Science and Technology (Nobiprabi). In the morning, a rally, discussion meeting was held at the university initiative. University institutes, various departments and organizations organize sports competitions, awards distribution and various cultural events. In celebration of the day, the halls of the university organized special ceremonies and banquets for the students.

At 9.00 am, Nobiprabi inaugurated the balloon in front of a memorial sculpture of the War of Liberation in the zones of the university with the participation of teachers, students, officials and staff of the family. Later, the Vice-Chancellor Prof. A victory rally was organized under the leadership of Mohammad Didar-ul-Alam. The rally started from the front of the administrative building and ended with a floral offering in the portrait of Bangabandhu set up at the university's central Shaheed Minar and Mooloft. Later, tributes were paid to Shaheed Minar and Bangabandhu's portraits on behalf of the directors of various institutes, the chairmen, the Provost of the halls, the teachers' associations and the independence teachers' councils, officers, leaders and staffs of their own organizations and students' organizations.

Later, a meeting of the Victory Day was held in the Bir freedom fighter Haji Mohammad Idris Auditorium. Registrar Professor. Mominul Haque addressed the function as the chief guest, Vice-Chancellor Prof Dr. Mohammad Didar-ul-Alam. Among others, Dr. Nobiprabi's treasurer Prof. Mohammad Farooq Uddin, President of the Teachers Association Prof. Ghazi Md. Mohsin, Proctor said. Nawaz Mohammad Bahadur, Afsana Mousumi, Member Secretary of the Victory Day Celebration Committee, AHM Nizam Uddin Chowdhury, Director of Planning, Development and Works Office, Md. Sohrab Hossain on behalf of employees, Nazrul Islam Naeem on behalf of students. Dean of faculties, directors of institutes and offices, chairmen of different departments, halls of the Provost, leaders of teachers' associations, leaders of teachers' associations and independence teachers' councils, officers leaders and employees and students, teachers, officers and staff were present.

Vice-Chancellor Prof Dr Dr. Md. Didar-ul-Alam said the dream of an independent land began from the beginning of the language movement from the beginning. Then there was the mass uprising of 3, the election of 3 and the birth of independent Bangladesh through the great liberation war in the 5th. Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman led the movement for our long freedom struggle. On the day of the Great Victory Day, I thank my family members who were martyred in the fifty martyrs with the Father of the Nation. Have a great victory day.

He added that this freedom was achieved in exchange for many sacrifices and sacrifices. In order to keep it consistent, everyone has to perform duties from whose position. Then Bangabandhu's dream will be fulfilled. His daughter Deshrat is standing next to Sheikh Hasina and everyone should cooperate.

It should be noted that to celebrate Vijay Day, on the afternoon of December 7, a fair football match and distribution of awards was held for teachers, students, officials and employees. The afternoon was held at a cultural event. In addition to celebrating the Great Victory Day and Martyred Intellectual Day-20, a four-day program was observed at the university. On December 5, at 3.30 pm, a black badge was held at the Shaheed Minar to commemorate the martyred intellectuals. On Saturday (December 26th), the martyrs of Nobiprabi paid homage, prayed and prayed at the mosque. On Sunday (December 7th), the lights of the administrative building, auditorium, main gate and academic building of Nobiprabi