নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল ‘নীল দল’ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।
সভাপতি হিসেবে নীল দলের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান নির্বাচিত হন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।
নির্বাচনে আওয়ামীপন্থী দুই দল, নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। ফলাফলে দেখা যায়, মোট ১১টি পদের সবকটিতেই নীল দল জয় লাভ করে।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে ফিমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সহিদ সারওয়ার, প্রচার সম্পাদক পদে বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. আরাধন সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।
অপরদিকে, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সিএসটিই বিভাগের প্রভাষক একিউএম সালাউদ্দীন পাঠান, বাংলা বিভাগের প্রভাষক সাহানা রহমান ও বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক তনিমা সরকার।
Noakhali Representative:
Noakhali Science and Technology Twenty-seven School (Nobiprabi) Teacher's Association Selection-2023 has been completed. In the election, the progressive teacher panel, the 'blue party', has been elected as a full panel in the spirit of liberation war.
As the president of the Department of Applied Chemistry and Chemical Engineering, Dr. Nawaz Mohammad Bahadur and Assistant Professor of Economics as general secretary. Majnur Rahman was elected.
Voting began at the university's Haji Mohammad Idris Auditorium on Friday (December 8) at 9am. At 7 pm, the official results were announced, said the Chief Election Commissioner, Associate Professor, Department of Fisheries and Marine Science at the University. Mohammad Belal Hossain.
In the elections, the two parties of the Awami League, the Blue Party and the Independence Teachers Council competed. The results showed that the Blue team won all three positions.
The other posts were elected, said the Vice-President, Vice-President of the Department of FEMS. Md. Anisuzzaman, Assistant Professor of Economics, Joint General Secretary, Mohammad Iqbal Hossain, Assistant Professor of Pharmacy Department, Treasurer. Md. Saheed Sarwar, Assistant Professor of the BGE Department as Publicity Secretary. Adhon Sarkar, Assistant Professor of Economics Department in the Culture and Sports Secretary. Muhaminul Islam Selim.
On the other hand, the elected members are functional members, said Associate Professor of Microbiology. Feroz Ahmed, CSTE Department Lecturer AQM Salauddin Pathan, Bangla Section Lecturer Sahana Rahman and Assistant Professor of BMB Department Tanima Sarkar.