নোয়াখালীতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ , BNP protested in Noakhali demanding release of Khaleda Zia


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে খালেদা জিয়ার জামিন বাতিলের প্রতিবাদ, মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা। রোববার নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ করা হয়। 

নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়। পরে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার এর সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ছাবের আহমেদ, ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, মিছিল-মিটিং সব কিছু বন্ধ করে দিয়েছে সরকার। রাস্তায় মিছিল করতে দেয়না পুলিশ। মুখ বন্ধ করে অনেকটা মৌন মিছিল নিয়ে আসতে হয় সমাবেশ স্থলে। সরকার ইচ্ছা করে বেগম জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেল হাজতে রেখেছে। আইনীভাবে খালেদা জিয়ার মুক্তি হবে না, তাই সর্বস্তরের নেতাকর্মীদের রাস্তায় নেমে এসে আন্দোলনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করার আহ্বান জানান নেতৃবৃন্দ। 

Representative of Noakhali
Leaders of the BNP and the organization staged a rally in Noakhali demanding release, release and good behavior on Khaleda Zia's bail. The rally was organized at the Noakhali Press Club premises on the occasion of District BNP.

The leaders came to the rally with a procession. Later, a protest rally was organized under the chairmanship of District BNP President Golam Haider. The central BNP vice-chairman said the keynote address. Shahjahan. District BNP general secretary Abdur Rahman, district volunteer party president Chitra Ahmed, Chhatra Dal president Azgar Uddin Dukhu among others spoke among others.

The speakers said the government had stopped all processions and meetings. Police do not allow street marches. Many silent processions have to close their mouths and bring them to the rally. The government wants to put Begum Zia in jail for murder. Khaleda Zia would not be legally released, so leaders of all levels urged their leader to be released through the movement down the road.