নোয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জাগো নিউজ ও খবরের কাগজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালীর সাংবাদিকরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা মামলাটি ষড়যন্ত্রমূলক দাবি করে ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকের নাম প্রত্যাহারের আলটিমেটাম দেন।

সাংবাদিকদের অভিযোগ

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীতে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় পরিকল্পিতভাবে সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে হয়রানির শিকার হতে হচ্ছে। সম্প্রতি নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে।

মামলার পটভূমি

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা পিস্তল, ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে মিছিল করে। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি শ্রমিকদল নেতা মাসুদ আলম চাটখিল থানায় মামলা দায়ের করেন, যেখানে ৮৪ জনকে আসামি করা হয়। ওই মামলায় ৫৫ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে।

সাংবাদিকের বক্তব্য

ইকবাল হোসেন মজনু বলেন, “আমি নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে ২১ জানুয়ারি জাগো নিউজে এবং ২৬ জানুয়ারি খবরের কাগজে প্রতিবেদন প্রকাশ করি। এরপর গণপূর্ত অধিদপ্তর তদন্ত কমিটিও গঠন করে। সেই দুর্নীতির সঙ্গে জড়িতরা আমাকে হয়রানি করতে পরিকল্পিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করেছে। আমি গত এক বছরেও চাটখিল এলাকায় যাইনি।”

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ

সাংবাদিকদের এই প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন—

এছাড়া সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন ভূঁইয়া, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এসএ টিভির প্রতিনিধি আবদুর রহিম বাবুল, সকালের সময়ের প্রতিনিধি মো. সেলিম, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব, দীপ্ত টিভির প্রতিনিধি রিফাত মির্জা, একুশে টিভির প্রতিনিধি আরেফিন শাকিল-সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।

 

Post a Comment

0 Comments