আশ্রয়ণ কেন্দ্রের ঘর বিক্রিতে বাধা, নোয়াখালীতে কৃষকদল নেতাকে প্রকাশ্যে মারধর

নোয়াখালীর সুবর্ণচরে আশ্রয়ণ কেন্দ্রের ঘর অবৈধভাবে বিক্রিতে বাধা দেওয়ায় ওয়ার্ড কৃষকদলের সভাপতিকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে একই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে।

হামলার শিকার আব্দুল করিম (৫০) চর জুবলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি। অভিযুক্ত মাহবুবুল হক চৌধুরী একই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

শনিবার রাত ৮টার দিকে চর জুবলি ইউনিয়নের চরমহিউদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

কী ঘটেছিল?

আব্দুল করিম অভিযোগ করেন, গৃহহীনদের জন্য সরকারিভাবে চর জুবলি ইউনিয়নে প্রায় ৮০০টি ঘর নির্মাণ করা হয়। গত ৫ আগস্টের পর সেখানে ৪১টি ঘর নামে-বেনামে অন্যদের কাছে বিক্রি করে দেন বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী। প্রতি ঘর ২০ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়। বিষয়টি জানার পর তিনি এ অনিয়মের প্রতিবাদ করেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে অবহিত করেন।

এর জের ধরে শনিবার রাত ৮টার দিকে চরমহিউদ্দিন বাজারে মাহবুবুল হক ও তার সহযোগীরা তার পথ আটকায় এবং বেধড়ক মারধর করে। এসময় তার সঙ্গে থাকা ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্তের প্রতিক্রিয়া

মাহবুবুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।

প্রশাসনের বক্তব্য

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, "এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি, তবে খোঁজখবর নেওয়া হবে।"

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন জানান, চর মহিউদ্দিন গ্রামে ভূমিহীনদের জন্য ৮২০টি ঘর নির্মাণ করা হয়েছে, যার মধ্যে ৪০টি ঘর খালি ছিল। কিছু লোক সেখানে অবৈধভাবে বসবাস শুরু করলে ফেব্রুয়ারির শুরুতে প্রশাসন ওই ঘরগুলো পুনরায় দখলে নেয়।

Post a Comment

0 Comments