Noakhali / নোয়াখালী
গরুর খামারে আগুন: খামারিকে আটকে ৭ গরু দগ্ধ, ১ বাছুরের মৃত্যু
রোববার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে কালা মিয়া মেম্বারের বাড়ির গরুর খামারে আগুন লাগানো হয়। খামারের মালিক শাহজাহান জানান, তিনি ২০ বছর ধরে গরুর খামার পরিচালনা করে আসছেন এবং তার খামারে ৬টি বড় গরু ও ২টি বাছুর ছিল। রোববার রাত ১টার দিকে গরু দুধ দোহনের পর তিনি ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে গরুর ডাক শুনে জানালা দিয়ে দেখে, খামারে আগুন লেগেছে।
শাহজাহান আরও জানান, আগুন দেখতে পেয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে, বাইরে থেকে দরজা বন্ধ হয়ে যায়। তার দুই ভাইয়ের ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে দেওয়া হলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে, আগুনে খামারের ৮টি গরু এবং গোখাদ্য পুড়ে যায়।
শাহজাহান অভিযোগ করেছেন, কয়েকদিন ধরে বাড়ির একপক্ষের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল এবং তাদের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন। তিনি মনে করছেন, এই বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।
কবিরহাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শাহজালাল মোহাম্মদ ইউনুস জানান, গরুগুলোর শরীরের এক বা দুই অংশ পুড়ে গেছে এবং ২টি গরু জবাই করা হয়েছে। বাকিগুলোর চিকিৎসা চলছে, তবে তাদের বাঁচানো কঠিন বলে তিনি মন্তব্য করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments