সোনাপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাটের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
সোনাপুর কলেজ আয়োজিত এই ক্রীড়া উৎসবে প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।
দিনব্যাপী এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ামনোভাব ও সুস্থ প্রতিযোগিতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন আয়োজকরা।
0 Comments