শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডে অবস্থিত ‘তাহের ফুড’ কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি অভিযোগ উঠে যে তাহের ফুড কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ দিয়ে নকল সেমাই তৈরি করে বাজারজাত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলামের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নকল সেমাই তৈরির প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটির মালিক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের তথ্য অনুযায়ী, তাহের ফুড গত আট বছর ধরে ঈদুল ফিতরকে সামনে রেখে নকল সেমাই তৈরি করে আসছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলাম বলেন, "অস্বাস্থ্যকর পরিবেশে বনফুল সেমাইয়ের নামে নকল সেমাই তৈরি এবং শিশুদের দিয়ে প্যাকেটিং করায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য তাদের তিন দিনের সময় দেওয়া হয়েছে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
0 Comments