নোয়াখালী সদরে সুবিধা বঞ্চিত নারীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম


নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে সুবিধা বঞ্চিত নারীদের জন্য কম্বল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার, যিনি পিছিয়ে পড়া নারীদের সহায়তায় সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

উপ-পরিচালক নাহার আরও জানান, নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের কর্মকাণ্ডে মহিলা বিষয়ক অধিদপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মৌমিতা পাল, হ্যালো উইমেনের সভাপতি নাছিমা মুন্নী, নোয়াখালী নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক ফৌজিয়া নাজনীন এবং সদস্য রাহনুমা নাজনীনও উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments