নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ একটি স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে, সোমবার চাঁদপুর ও চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫), তার বোন নুর জাহান বেগম (৪০), এবং তার বোনের স্বামী মাইন উদ্দিন (৪৯)।
পুলিশ জানায়, সৌদি আরবে কাজের সুবাদে সোহেলের সঙ্গে উজ্জ্বল চৌকিদার ও সুজন চৌকিদারের বন্ধুত্ব গড়ে ওঠে। ছুটিতে দেশে ফেরার সময় উজ্জ্বল ও সুজন তাদের পরিবারের জন্য সোহেলের কাছে ২৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার ও অলংকার পাঠান। ২৪ ক্যারেটের ১১৬ গ্রাম ৬ পয়েন্ট ওজনের একটি স্বর্ণের বার এবং ২১ ক্যারেটের ১০১ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২১৭ গ্রাম ৬ পয়েন্ট স্বর্ণ সোহেলের কাছে হস্তান্তর করা হয়, যা তার বন্ধুর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
সোহেল ২৩ ডিসেম্বর দেশে ফিরলেও স্বর্ণটি যথাস্থানে পৌঁছে না দিয়ে নিজের মোবাইল ও সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেন। উজ্জ্বল ও সুজনের পরিবারের লোকজন তার বাড়িতে গিয়ে স্বর্ণের দাবি করলে সোহেল ও তার পরিবার দাবি অস্বীকার করে এবং উল্টো হুমকি দেয়।
পরিস্থিতি জানতে পেরে উজ্জ্বলের মামা আবুল কালাম বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তদন্তে সোহেল ও তার সহযোগীদের জড়িত থাকার প্রমাণ মেলে। অভিযানে তাদের বোন ও তার স্বামীর কাছ থেকে ২৪ ক্যারেটের ১১৬ গ্রাম ৬ পয়েন্ট ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
0 Comments