Other / অন্যান্য
বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। স্থানীয় জনগণ দাবি তুলেছে, নোয়াখালীর ঐতিহ্যবাহী নামেই এই বিভাগ হওয়া উচিত—কুমিল্লার সঙ্গে নয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর প্রায় ১ কোটি মানুষের প্রাণের এ দাবিতে মানববন্ধন, সমাবেশ, ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনগুলো।
"কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালী চাই"—এমন স্লোগানে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নোয়াখালী প্রেসক্লাব, টাউন হল মোড়, ও জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
এ কর্মসূচিতে অংশ নেন নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ, ও মহিলা কলেজের শিক্ষার্থীরা। স্লোগান ও মিছিলে শহরজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতারা জানান, নোয়াখালী ২০০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী জেলা, যা দেশের জাতীয় অর্থনীতির প্রায় ৩৫% নিয়ন্ত্রণ করে। এ জেলার ৭ লাখেরও বেশি প্রবাসী তাদের রেমিট্যান্স দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। ধন-সম্পদ, জনসংখ্যা, ইতিহাস ও উন্নয়ন—সবদিক থেকেই নোয়াখালী নবম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার।
নেতারা আরও বলেন, নোয়াখালী জেলার সঙ্গে গণশুনানি বা অনুমতি ছাড়া যদি কুমিল্লার সঙ্গে যুক্ত করে বিভাগ ঘোষণা করা হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে নোয়াখালী চট্টগ্রামের সঙ্গেই থাকবে, কিন্তু কুমিল্লার সঙ্গে নয়।
তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে আবেদন জানিয়েছেন, নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করে এ দাবি পূরণ করতে। অন্যথায়, নোয়াখালীর তরুণ প্রজন্ম প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবে।
মানববন্ধনে নোয়াখালীর বিভিন্ন সামাজিক সংগঠন এবং পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
0 Comments