ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ওয়াজ মাহফিলেও বাধা ছিল: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে দেশের সব খাতে অনিয়ম, দুর্নীতি আর লুটপাট করেছে। এমনকি ওয়াজ মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠান আয়োজনেও বাধা দিয়েছিলো শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার

রোববার (১৫ ডিসেম্বর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজারে জামি‘আ ফারুকিয়া আখতারুল উলূম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্ল্যাহ বুলু আরও বলেন, স্বৈরাচারের দোসররা এখনও দেশে ষড়যন্ত্র করছে। জনগণকে এসব অপতৎপরতার বিরুদ্ধে সচেতন থাকতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন জামাল উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হুমায়ূন কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আব্দুজ জাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. শাহ আলম এবং ডা. আতাউল্লাহ বিপ্লব

পরে পবিত্র কোরআন ও হাদিসের বয়ান করেন পীরে কামেল আল্লামা নূরুল হক। এছাড়াও ওয়াজ করেন মুফতি আমজাদ হোসেন, মুফতি মাহবুবুল হাসান জাবেদ এবং মাওলানা কামালুদ্দীন তাহেরি। ওয়াজ মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

Post a Comment

0 Comments