কোম্পানীগঞ্জ সহকারী শিক্ষক সমিতির সভাপতি একরামুল, সম্পাদক নুরুল

 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার ও উত্তর পূর্ব রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর উদ্দিন।

নির্বাচনে সভাপতি পদে দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. একরামুল হক ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী চরহাজারী জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম পেয়েছেন ৯৪ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে রামদী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার সাদাত পেয়েছেন ৯২ ভোট।

সাধারণ সম্পাদক পদে সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরেজ্জমান পেয়েছেন ১৪৪ ভোট।

অন্যান্য নির্বাচিতরা হলেন:

প্রধান নির্বাচন কমিশনার মো. নুর উদ্দিন জানান, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বসুরহাট মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৯৬ জন ভোটারের মধ্যে ৪১৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে ৭টি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অপর ৪৪টি পদে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নির্বাচিতদের কমিটিতে যুক্ত করা হবে।


Post a Comment

0 Comments