৫ আগস্ট নোয়াখালীতে ঘটে যাওয়া সহিংসতায় দুই পুলিশ সদস্য নিহত এবং অস্ত্র লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

নোয়াখালীতে ৫ আগস্টের সহিংস ঘটনায় সোনাইমুড়ি থানার দুই পুলিশ সদস্যসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক আজ শনিবার সকাল ৯টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি জানান, থানায় লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যান্য জড়িত আসামিদের গ্রেফতার ও বাকি লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ, সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম, এবং পুলিশ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কাউসারুজ্জামান। এ সময় সাংবাদিক ডাক্তার বোরহানউদ্দিন মনিরুজ্জামান চৌধুরী, আকবর হোসেন সোহাগ, আবু নাসের মঞ্জুসহ অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments