নোয়াখালীতে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেছেন, বর্তমানে বাসা-বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি আসলে একটি মিথ্যা আশ্বাস।


নোয়াখালীতে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বর্তমানে বাসা-বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস। কারণ দেশে গ্যাসের সংকট রয়েছে। তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে এ বিষয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা হবে। 

শনিবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অম্বরনগরে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কূপ) খনন কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এসময় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর উচ্চপদস্থ কর্মকর্তা, নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments