নোয়াখালী প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুইটি পরিবারের ৬ জন সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু রয়েছে। উপজেলা প্রশাসন থেকে আইসোলেশনে থাকা রোগীদের বাড়ি দুইটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল বাড়ি দুইটি লকডাউন ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার রাতে সর্দি ও জ্বর নিয়ে শিশুসহ ৬ জন রোগীর উপসর্গগুলো দেখে তাদের সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সরকারি এ্যাম্বুলেন্স পাঠিয়ে ৬ জন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের সবার সর্দি ও জ্বর ছিল। বর্তমানে শিশুরা ছাড়া বাকিদের অবস্থা ভালো।
তিনি আরও জানান, গত কয়েকদিন আগে অসুস্থ ব্যক্তিরা একজন দুবাই প্রবাসী আত্মীয়ের সংস্পর্শে এসেছিলেন। এরপর থেকে জ্বরে ভোগলেও তারা তথ্য গোপন করে। ভর্তিকৃত সবার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিকেলে চট্টগ্রামে পাঠানো হয়ে।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, অসুস্থদের বাড়ি দু’টি লকডাউন ঘোষণা করে প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। একই সাথে এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।
Noakhali Correspondent:
Three members of two families of Deoti union of Sonimuri Upazila of Noakhali were detained on suspicion of being coronavirus. They have two children. Upazila administration has announced two lockdowns for patients in isolation. Sonaimuri Upazila Executive Officer Tina Pal announced two lockdowns on Wednesday. Earlier on Tuesday night, four patients, including children with colds and fever, were admitted to the isolation ward of Sonomauri Upazila Health Complex after seeing symptoms. Sonimuri Upazila Health and Family Planning Officer Dr. Mainul Islam confirmed that the government ambulance was sent to the hospital on Tuesday night on the basis of information provided to the local public representatives. They all had colds and fever. At present, the condition of the rest is better than without children. He also said, In the past few days, ill people came in contact with a Dubai resident. From then on they feverishly concealed information. Samples were collected from the body of everyone admitted and sent to Chittagong for examination in the afternoon. Sonaimuri Upazila Executive Officer Tina Pal said the two homes have been kept under surveillance by the doctors announcing two lockdowns. At the same time, careful micking has been done in the area.
0 Comments