নোয়াখালীতে ভ্রাম্যমান মানুষের মাঝে পৌর মেয়রের ইফতার বিতরণ।
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল।
করোনা মহামারীতে খাবার হোটেল ও ইফতার আয়োজনের দোকান গুলো বন্ধ থাকায়, শহরের বিভিন্ন স্থানে রিকশা চালক, ফুটপাতের ছোট ব্যবসায়ী, ছিন্নমুল মানুষ ও শ্রমিকদের মাঝে নোয়াখালী পৌরসভার গাড়িযোগে ইফতার বিতরণ করা হয়। এছাড়াও রমজান মাস জুড়ে পৌরসভার পক্ষ থেকে ইফতার বিতরণ অব্যাহত রেখে ধর্মপ্রাণ মুসলিমদের সেবা দেওয়ার প্রয়াস মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের।
Municipal mayor distributes Iftar among traveling people in Noakhali.
Noakhali representative:
Municipal Mayor Shahid Ullah Khan Sohel has distributed Iftar among the traveling people at various places in Noakhali district town Maijdi.
Due to the closure of food hotels and Iftar shops in the Corona epidemic, Iftar was distributed among rickshaw pullers, small traders on the sidewalks, uprooted people and workers in different parts of the city. Mayor Shahid Ullah Khan Sohail is also trying to serve the devout Muslims by continuing to distribute Iftar on behalf of the municipality throughout the month of Ramadan.
0 Comments