নোয়াখালী হাতিয়ায় ১৩ দোকানীকে ৩৯হাজার টাকা জরিমানা , 13 shopkeepers fined Tk 39,000 in Noakhali Hatia


নোয়াখালী হাতিয়ায় ১৩ দোকানীকে ৩৯হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:
 রমজান উপলক্ষে বাজার মনিটরিং অংশ হিসাবে উচ্চ মূল্য ও মেয়াদোত্তীর্ন মালামাল রাখায় ১৩ দোকানীকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দিন ব্যাপী ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলে উপজেলার তমরদ্দি, আফাজিয়া, সৈয়দিয়া ও চৌমুহনী বাজার এলাকায়।

জানাযায়, রমজানের প্রথম থেকে প্রতিদিন বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসাবে শনিবার ভ্রাম্যমান আদালতের দুটি টিম ভাগ হয়ে অভিযানে যান। এর মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ম্যাজিষ্ট্রেট মো: সারোয়ার সালামের আদালত, মেয়াদোত্তীর্ন   মালামাল ও উচ্চ মূল্যে পণ্য বিক্রি করার দায়ে তমরুদ্দি ও আফাজিয়া বাজারে ১০ ব্যবসায়ীকে ৩৬হাজার টাকা জরিমানা করে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মো: রেজাউল করিমের আদালত মূল্য তালিকা না থাকায় সৈয়দিয়া ও চৌমুহনী বাজারে তিন ব্যবসায়ীকে ৩হাজার টাকা জরিমানা করে।

এ সময় আদালতের জব্দ করা কিছু মেয়াদোত্তীর্ন মালামাল পুলিশ ও নৌবাহিনীর উপস্থিতিতে পরিত্যক্ত ঘোষনা করা হয়।

13 shopkeepers fined Tk 39,000 in Noakhali Hatia

Noakhali Representative:
 A mobile court has fined 13 shopkeepers Tk 39,000 for keeping high prices and expired goods as part of market monitoring on the occasion of Ramadan.

The day-long mobile court operation was carried out in Tamarddi, Afazia, Syedia and Chaumuhani Bazar areas of the upazila on Saturday.

It is learned that the upazila administration has been monitoring the market every day since the beginning of Ramadan. As part of this, two mobile court teams split up on Saturday. Among them, the court of Upazila Assistant Commissioner Land and Magistrate Md Sarwar Salam fined 10 traders of Tamruddi and Afazia Bazar Tk 36,000 for selling expired goods and goods at high prices.

On the other hand, the court of Upazila Nirbahi Officer and Magistrate Md Rezaul Karim fined three traders Tk 3,000 in Syedia and Chaumuhani Bazar for not having price list.

Some of the expired goods seized by the court at that time were declared abandoned in the presence of the police and navy.

Post a Comment

0 Comments