নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে করোনায় গৃহবন্দি অসহায়, দিনমজুর, হতদরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যবসায়ী তরুন ব্যবসায়ী রোম্মান।
শুক্রবার দুপুরে শাহজাহান ট্রেডাসের স্বত্ত্বাধিকারী শাহ্জাহান মিয়ার পক্ষ হতে বেগমগঞ্জে হাফেজ মহিউদ্দিন ছাহেবের মাজার ময়দান সহ কয়েকটি বাড়ীতে গিয়ে প্রায় ৪শত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন তার সহ ধর্মীনী ও ছেলে রোম্মান ও হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ত্রান বিতরনে সহযোগিতা করেন।
এসময় অন্যান্য বৃত্তবান ব্যক্তিদেরকে হতদরিদ্রদের সহযোগিতা করার আহ্বান জানান।
Noakhali Representative: Trader youth, businessman Romman distributes food items among poor, day laborers, poor people in Corona in Begamganj in Noakhali. On Friday afternoon, Shahjahan traded property and distributed various food items, including rice, pulses, onions, to Hafiz Mohiuddin Saheb's maidan in Begumganj on behalf of Shahjahan Mia, and distributed the food, pulses, onions, among the more than 100 poor families, along with his religious and son Rogman. Tran assisted in the distribution. He urged other people to help the poor.
3
0 Comments