নোয়াখালীতে আরো একজনসহ করোনা আক্রান্ত ৫. Corona is attacked in Noakhali with one more person


নোয়াখালী  প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামের নারায়ণগঞ্জ ফেরত এক যুকবের (২০) করোনা সনাক্ত। এ নিয়ে জেলায় মোট কনোনা আক্রান্ত পাঁচ।

রোববার (১৯ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত  করে জানান, ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে অবস্থান করছিলো। পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। রোববার রাতে নমুনার রিপোর্ট পজিটিভ আসে।

এ পর্যন্ত জেলায় মোট ৫ জন করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন মারা গেছে। তিন চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের মধ্যে সোনাইমুড়ীতে দুই জন, সেনবাগে একজন, কবিরহাটে একজন ও সদর উপজেলায় একজন। এর মধ্যে সোনাইমুড়ী একজন ও সেনবাগে একজন সহ দুইজন মারা গেছে।   

Noakhali Representative:
A Yakub (23) Corona was found in the back of Narayanganj village of Brampur village of Charmatua union at Noakhali Sadar upazila. With this, a total of five Conona affected in the district.

District Civil Surgeon on Sunday night (April 19). Md. Mominur Rahman confirmed the matter and said that the young man had recently come home from Narayanganj and was staying there. Later, when he had coronary symptoms, his samples were collected and sent to Chittagong. The report came out positive on Sunday night.

So far, a total of 5 corona have been identified in the district. Two of them died. Three are under treatment. The victims were two in Sonimuri, one in Senbagh, one in Kabirhat and one in Sadar Upazila. Two died, including one in Sonaimuri and one in Senbagh.

Post a Comment

0 Comments