নোয়াখালীতে ৩৯তম বিসিএস-এ সদ্য নিয়োগ প্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছে স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ)। The newly appointed doctors at the 39th BCS in Noakhali welcomed the Independent Medical Council (SWCIP).


নোয়াখালী প্রতিনিধি:
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯তম বিসিএস-এ সদ্য নিয়োগ প্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছে স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ)।

জেলা স্বাচিপের সভাপতি ডা. ফজলে এলাহী খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ্, ম্যাটস্ এর অধ্যক্ষ ডা. বিধান সেন গুপ্ত, জেলা সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান, বিএম নোয়াখালী জেলা কমিটির সভাপতি ডা. এম এ নোমান।
এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া একটি এ্যাম্বুলেন্সের সার্ভিস উদ্বোধন করেন প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী।


Noakhali Representative:
Swadhin Medical Council (Swaschip) welcomed newly appointed doctors at 39th BCS at various health complexes in the district, including Noakhali General Hospital.
District Swachip president. Local MP Ekramul Karim Chowdhury spoke as the chief guest at the function presided by Fazle Elahi Khan and general secretary Mahbubur Rahman. Among others, the caretaker of the General Hospital said. Khalil Ulah, principal of the Mats said. Vidhan Sen Gupta, District Civil Surgeon Dr. Md. Mominur Rahman, BM Noakhali District Committee President. M.A. Noman.
Earlier, Chief Guest Ekramul Karim Chowdhury inaugurated an ambulance service from the Ministry of Health to Noakhali General Hospital.

Post a Comment

0 Comments