নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পুলিশ নারী কল্যান সমিতি পুনাক এর উদ্যোগে জেলা শহরের হাউজিং বালুর মাঠে মাসব্যাপী দেশীয় শিল্প পন্য মেলার উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, পুনাক সভানেত্রী তানিয়া আলমগীর, লেডিস ক্লাবের সভানেত্রী উৎপলা দাস, অতিরিক্ত পুলিশ সুপার দীপজ্যোতি খীসা, অতিরিক্ত পু্লিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার সদর আব্দুর রহিম ।
মেলায় দেশীয় পন্য নিয়ে ১০০ টি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার স্টল সমূহ ঘুরে দেখেন। শেষে মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান হয়।
Noakhali Representatives:
A monthly domestic industrial fair has been inaugurated at the Halu Balu field of the district city under the initiative of Noakhali Police Women Welfare Association, Punak. Noakhali-4 constituency MP Ekramul Karim Chowdhury inaugurated the fair by cutting ribbons and blowing balloons. Deputy Commissioner Tanmay Das, Superintendent of Police Alamgir Hossain, Punak President Tania Alamgir, Ladis Club President Uttala Das, Additional Superintendent of Police Deepjyoti Khisa, Additional Police Super Begumganj Circle Shahjahan Sheikh, Additional Superintendent of Police Sadar Abdur Rahim.
The fair has 100 stalls with local products. After the opening ceremony, the guests visit the stalls of the fair. At the end was a pleasant cultural event.
0 Comments