নোয়াখালী প্রতিনিধি ঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে ৩ ইভটিজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ বখাটেকে এ দন্ডাদেশ দেয়।
অভিযুক্তরা হলেন, ইয়াসিন আরাফাত (২৫), আরমান হোসেন (১৮), মো. রায়হান (১৮)। অভিযুক্তদের মধ্যে ইয়াসিন আরাফাতকে ১৫ হাজার টাকা, বাকি দুজনকে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম জানান, ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দন্ডাদেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Noakhali Representative:
A mobile court has fined six evaders for evacuating a school student in Hatia upazila of Noakhali.
On Monday, Hatia Upazila Executive Officer and Executive Magistrate Mohammed Noor Alam conducted the mobile court in front of the Rehania High School of the Aur Upazila and handed down the sentence.
The accused are Yasin Arafat, 25, Arman Hossain (5), Md. Raihan (1). Among the accused, Yasin Arafat was fined Tk 5,000, while the rest of the two men were fined Tk 25,000.
Travel Magistrate's Executive Magistrate Mohammed Noor Alam said the punishment was given as evidencing the allegations. Such a campaign will continue in the future.
0 Comments